স্বদেশ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে চার শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক জসিম উদ্দিনকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে চতুর্থ ও শেষ শিশুটিকে ধর্ষণ করে পাষণ্ড। শিশুদের বয়স যথাক্রমে (৮), (৬), (৪) ও (৬)। এদের মধ্যে একই পরিবারের দুইজন ও অন্য পরিবারের দুই শিশু রয়েছে।
গত বৃহস্পতিবার রাতেই টঙ্গীর বনমালা এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত জসিম বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামের মৃত. আমজাদ আলীর ছেলে। তার বনমালা টেকপাড়া এলাকায় মুদি দোকান রয়েছে।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, মাত্র ২০ টাকার লোভ দেখিয়ে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে একে একে চার শিশুকে ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। তবে বৃহস্পতিবার (৬) এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ধর্ষিত চার শিশুকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাষণ্ড জসিম ধর্ষণের দায় স্বীকার করেছেন। এ ঘটনায় ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।