রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

গাইবান্ধায় শিশু হত্যা মামলা : ৩ জনের যাবজ্জীবন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

স্বদেশ ডেস্ক:

গাইবান্ধায় মুক্তিপণের দাবিতে অপহরণ করা শিশুকে হত্যার মামালায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোবিন্দগঞ্জের রোয়া গ্রামের বাসিন্দা মাহফুজার রহমান, মফিদুল ইসলাম ও সালদার রহমান।

গাইবান্ধার পাবলিক প্রসিকিউটর (পিপি) সফিকুল ইসলাম সফিক জানান, দণ্ডপ্রাপ্ত তিনজন ২০১৪ সালের ২১ জানুয়ারি রোয়া গ্রামের মেজবাউল ইসলামের তিন বছরের শিশুপুত্র রাফসান সামিকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেন। কিন্তু ঘটনা জানাজানি হলে তারা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ খড়ের নিচে লুকিয়ে রাখেন।

পরে খোঁজাখুজির এক পর্যায়ে অপহরণকারীদের বাড়ির পাশে খড়ের নিচ থেকে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ