সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খালেদা জিয়ার কিছু হলে পরিণতি শুভ হবে না : মির্জা আব্বাস ভিসা নীতিতে পুলিশের ইমেজ সঙ্কট হবে না : আইজিপি অর্থনৈতিক সঙ্কট মোকাবেলায় প্রবাসী আয়ের বিকল্প নেই : অর্থমন্ত্রী সব ধর্মাবলম্বীদের মাঝে ইসলাম ছড়িয়ে দিতে ব্রিটেনের মসজিদগুলোর দারুণ উদ্যোগ তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ ভারতের সাথে বিরোধে কানাডার মিত্ররা কেন ট্রুডোর পাশে দাঁড়াচ্ছে না? গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে : রিজভী নারায়ণগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের ‘কিছু করার নেই’ : আইনমন্ত্রী
পুনেতে দেওয়াল ধসে নিহত ১৭

পুনেতে দেওয়াল ধসে নিহত ১৭

স্বদেশ ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের পুনে শহরে ৬০ ফিট উঁচু দেওয়াল ধসে অন্তত ১৭ জন মারা গেছেন। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিট নাগাদ একটি আবাসিক ভবনের দেওয়াল ধসে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পুনের কোন্ধয়া এলাকার পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও দেওয়াল ধসের জেরে নিচে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিনজন ওই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে।

পুনের জেলাশাসক কিশোর রাম সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘ভারী বৃষ্টির জেরেই দেওয়াল ভেঙে পড়েছে। নির্মাণ সংস্থার গাফিলতি সামনে এসেছে। মৃতদের মধ্যে অধিকাংশ শ্রমিকই বিহার ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাদের মধ্যে নয়জন পুরুষ, একজন নারী ও একজন শিশু ছিল। অন্য মৃতদেহগুলো এখনো শনাক্ত করা যায়নি।’

ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান করা হবে বলেও জানান তিনি। গত ২৭ জুন ও ২৮ জুন এই দুদিনে পুনেতে বৃষ্টি হয়েছে ৭৩ মিমি।

পুনের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন,শহরে এবার ১৩৪ দশমিক ৩ মিমি বৃষ্টি হয়েছে, যা রেকর্ড গড়েছে। পুনেতে বছরে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ১২৫ মিমি। চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত পুনেতে বৃষ্টি চলবে বলে আরও জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877