মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন

খেলতে গিয়ে গলায় গামছার ফাঁস লেগে শিশুর মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

স্বদেশ ডেস্ক:

বগুড়ার শেরপুরে গামছা দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আঁখি আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি আক্তার কয়েরখালী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে এবং চকখাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে অন্যান্য শিশুদের সঙ্গে গামছা দিয়ে খেলছিল আঁখি। খেলার একপর্যায়ে আঁখির গলায় গামছার ফাঁস গেলে যায়। এ সময় আঁখি মাটিতে পড়ে গেলে অন্য শিশুরা চিৎকার করে। শিশুদের চিৎকার শুনে আঁখির মা গিয়ে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ