বিনোদন ডেস্ক: তারকাদের মতো তাদের সন্তানরা ছোট থেকেই লাইম লাইটের মধ্যেই থাকেন৷ পাপারাৎজি আর মিডিয়ার আকর্ষণের কেন্দ্রবিন্দুতেই যেন তাদের বেড়ে ওঠা৷ তারা কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন…সবটাই নজরে রাখে মিডিয়া৷ এবার সমালোচনা আমির খানের মেয়ে ইরা খান। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় তার নাচার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট তার তিন সন্তানকে প্রচারের আলো থেকে খানিকটা দূরেই রাখেন৷ তবে সম্প্রতি অমির ও রিনা দত্তের মেয়ে ইরা খানের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওতে দেখা যাচ্ছে, নাইটক্লাবের এক পার্টিতে প্রেমিক মিশাল ক্রিপালানিকে নিয়ে নাচছেন ইরা৷ এ সময় তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে।
মিশালের সঙ্গে ইরার সম্পর্ক বহুদিনের ৷ এর আগেও বহুবার একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এসেছেন তারা ৷ কখনও হ্যাং আউটের ছবি, কখনও বেডরুমের ছবিও শেয়ার করেছেন ইরা ৷ সূত্র-ইন্ডিয়া টুড