মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

প্যারিসের মতো জীবনযাত্রা ঢাকার মানুষের

প্যারিসের মতো জীবনযাত্রা ঢাকার মানুষের

স্বদেশ ডেস্ক: রাজধানীতে মানূষের জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়েই চলেছে। গত বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা যেখানে ৬৬তম ছিল, সেখানে এক বছরের ব্যবধানে তা এসে দাঁড়িয়েছে ৪৭ এ। ঢাকার সঙ্গে যৌথভাবে একই অবস্থানে আছে ফ্রান্সের অন্যতম সেরা পর্যটন নগরী প্যারিস। জীবনযাত্রার ব্যয়ের তালিকায় গতবারের মতো এবারও এ শীর্ষে রয়েছে হংকং।

গত বুধবার বিশ্বের ব্যয়বহুল শহরের এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান মার্সার। এ বছর সবচেয়ে ব্যয়বহুল দশটি শহরের মধ্যে আটটিই রয়েছে এশিয়া মহাদেশে। এবারও দ্বিতীয় স্থানে আছে জাপানের রাজধানী টোকিও। আর, তিনে উঠে এসেছে সিঙ্গাপুর।

ব্যয়বহুল শহরের তালিকায় সবচেয়ে এগিয়ে আছে চীন। গত বছরের চেয়ে একধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে আছে দেশটির সাংহাই শহর। আটে আছে বেইজিং (গতবার ৯ম) ও দক্ষিণাঞ্চলীয় শেনঝেন আছে ১০ম স্থানে (গতবার ১২তম)।

ব্যয়বহুল শহরের তালিকায় সেরা দশে উঠে আসা নামগুলোর মধ্যে সবচেয়ে চমক দেখিয়েছে আশাখাবাদ। গত বছর ৪৩তম হলেও, এ বছর এক লাফে সাতে উঠে এসেছে তুর্কমেনিস্তানের শহরটি।

এবারও ভারতের সবচেয়ে বেশি ব্যয়বহুল শহর মুম্বাই। গত বছর ৫৫তম স্থানে থাকলেও, এ বছর তা পিছিয়ে ৬৭তম স্থানে দাঁড়িয়েছে। এ ছাড়া, নয়া দিল্লি ১১৮তম, চেন্নাই ১৫৪তম, বেঙ্গালুরু ১৭৯তম ও কলকাতা আছে ১৮৯তম অবস্থানে।

তালিকার সবার নিচে, অর্থাৎ সবচেয়ে কম ব্যয়বহুল শহরের স্বীকৃতি পেয়েছে তিউনিসিয়ার রাজধানী তিউনিস (২০৯)। এর পরেই আছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (২০৮) ও পাকিস্তানের করাচি (২০৭)।

এ বছর পাঁচ শতাধিক শহরে জরিপ করা হলেও, তালিকায় রাখা হয়েছে ২০৯টি। জরিপে প্রতিটি শহরের ২০০টি বিষয়ের তুলনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাসা ভাড়া, যাতায়াত, খাবার, পোশাক, নিত্যপণ্য ও বিনোদনের খরচ। প্রতিটি পণ্যের দাম মার্কিন ডলারের বিপরীতে ওই দেশের মুদ্রার মানের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877