বুধবার, ২১ মে ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

মেহজাবীনের একি হাল!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০১৯

বিনোদন ডেস্ক: ময়লা পানির ধারে পাগলীর বেশে বসে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চোখে-মুখে ফুটে উঠেছে অসহায়ত্বের ছাপ। মেহজাবীনের এমন চেহারা দেখে অনেকেই আঁতকে উঠবেন।

ভাবছেন কী হয়েছে মেহেজাবীনের? ভাবনার কোনো কারণ নেই। ‘পতঙ্গ’ নাটকের জন্য এমন সাজে সেজেছেন মেহজাবীন চৌধুরী। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আফরান নিশো।

নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানান, সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে নাটকের শুটিং হয়েছে। খ্যাতিমান কথাসাহিত্যক তারা শঙ্করের ‘পতঙ্গ’ গল্প অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। মেহজাবীন-নিশোর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন টুনটুনি, রাসেল, শিকদার মুকিত, ফরহাদ, লিমন, দাউদ নূর, নিকুল কুমার মণ্ডলসহ অনেকে। এটি প্রচার হবে আসছে ঈদে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ