রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

মাদক মামলায় সাবেক মিস টিন থাইল্যান্ডের ৩৩ বছর কারাদণ্ড!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০

স্বদেশ ডেস্ক:

মাদক মামলায় সাবেক মিস টিন থাইল্যান্ড ও থাই ডাচ অভিনেত্রী অ্যামেলিয়া অ্যামি জ্যাকবের ৩৩ বছর কারাদণ্ড হয়েছে। গত  বৃহস্পতিবার থাইল্যান্ডের একটি আদালত তাকে ওই সাজা দেন। গতকাল শুক্রবার বিষয়টি প্রকাশ্যে এসেছে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম এশিয়া ওয়ানের খবরে বলা হয়, প্রেমিকের সঙ্গে অ্যামেলিয়া অ্যামি জ্যাকবকে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বনর গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাদের কাছ থেকে কয়েক রকমের মাদক উদ্ধার হয়েছিল।

এরপর ২০১৮ সালের ২৮ আগস্ট ওই মামলা থেকে অব্যাহতি পান অ্যামেলিয়া। তবে তার প্রেমিকের ২৫ বছর ৪ মাসের কারাদণ্ড হয়। সেইসঙ্গে ৭ লাখ ৫০ হাজার বাথ (থাই মুদ্রা) জরিমানা করা হয়। পরে অ্যামেলিয়াকেও ওই মামলায় দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তখন তাকে মাদক নিরাময় কেন্দ্রে  রাখারও নির্দেশ দিয়েছিলেন বিচারক।

দীর্ঘদিন পর এ মামলার নতুন মোড় নেয়। গত বৃহস্পতিবার আদালত সিদ্ধান্তে আসে যে, অ্যামেলিয়া মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। আর এ অভিযোগে তাকে ৩৩ বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারাদণ্ডের পাশাপাশি তাকেব ৬ লাখ ৬৬ হাজার ৬শ ৬৬ বাথ জরিমানা করা হয়েছে।  তবে এ অভিনেত্রী এখনো পলাতক রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ