শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে ২১ দিনেই করোনায় আক্রান্ত ১২ লাখ

ভারতে ২১ দিনেই করোনায় আক্রান্ত ১২ লাখ

স্বদেশ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ভারতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। মৃত্যুও প্রায় হাজার ছুঁইছুঁই। আগস্ট মাসে ভারতেই সর্বাধিক মানুষ সংক্রমিত হয়েছেন। চলতি মাসেই দেশে প্রায় ১২ লাখ মানুষ সংক্রমিত হয়েছেন।

কলকাতাভিত্তিক বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ৬৮ হাজার ৮৯৮ জন। এদিন দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ লাখ ৫ হাজার ৮২৪  জন।

এর মধ্যে প্রায় সাড়ে ১২ লাখ মানুষ সংক্রমিত হয়েছেন চলতি মাসেই। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২১ লাখ ৫৮ হাজার ৯৪৭ জন। মোট সংক্রমিতের ভিত্তিতে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। দৈনিক সংক্রমণের হারে বাকিদের ছাপিয়ে গিয়েছে দেশটি। তবে অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনায় মৃত্যু হার অনেকটাই কম।

ভারতে করোনায় মৃত্যুর হার ২ শতাংশেরও কম। তবে কয়েকটি রাজ্যে মৃত্যুর হার একটু বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪ হাজার ৮৪৯ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877