মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৫ পূর্বাহ্ন

সারা বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ছাড়াল

সারা বিশ্বে করোনা আক্রান্ত ২ কোটি ২৩ লাখ ছাড়াল

স্বদেশ ডেস্ক:

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে মারা গেছেন ৭ লাখ ৮৬ হাজার ৩০৩ জন। পাশাপাশি আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৬৯ জন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ২৯ হাজার ৩৪৭ জন। এই ভাইরাসে দেশটিতে মোট মারা গেছেন ১ লাখ ৭৩ হাজার ১৪৫ জন।

এদিকে ভারতে বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৮৮৯ জনে।

বিশ্বে আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ২৭ লাখ ৬৭ হাজার ২৭৩ জন। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় রয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ লাখ ৫৬ হাজার ৬৫২ জন। মারা গেছেন ১ লাখ ১১ হাজার ১০০ জন।

বিশ্বে গত কয়েক মাস ধরে করোনায় আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। ২৮ জুন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল এক কোটি। পরের ৪৩ দিনে দ্বিগুন হয়েছে।

গতবছরে চীনের উহানে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। দ্রুতই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারি ঘোষণা করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877