স্বদেশ ডেস্ক: জামালপুরের দেওয়ানঞ্জে মৃত গরু জবাই করায় মুয়াজ্জিনসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের সাজা দেয়া হয়েছে।
আটকরা হলেন- উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের সাদা মিয়ার ছেলে কসাই সাজন (২৫), চর কালিকাপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কসাই সোনা মিয়া (৩২) ও গরু জবাইকারী দেওয়ানগঞ্জ বাজার মসজিদের মুয়াজ্জিন বাচ্চু মিয়া (৭০) । দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম জানান, ২৬ জুন দুপুরে দেওয়ানগঞ্জ বাজারে পিলখানায় একটি মৃত গরু জবাই হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে ওই তিনজনকে আটক করে দেওয়ানগঞ্জ থানায় আনা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কসাই সাজন ও সোনা মিয়াকে ছয় মাসের কারাদ- এবং গরু জাবাইকারী মুয়াজ্জিন বাচ্চু মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।