শনিবার, ২৪ মে ২০২৫, ০৭:৩২ অপরাহ্ন

নাটোরে কলেজ ছাত্রীসহ তিন জন দগ্ধ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জুন, ২০১৯

স্বদেশ ডেস্ক: নাটোরের ‘জ্যোতি ছাত্রী নিবাস’ নামে একটি ছাত্রী হোস্টেলে স্টোভ লিক হয়ে ছড়িয়ে পড়া আগুনে দুই ছাত্রীসহ তিন জন দগ্ধ হযেেছন। ২৭ জুন শহরের উত্তর বড়গাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় দুই ছাত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিষযটি নিশ্চিত করেছেন। দগ্ধ দুই শিক্ষার্থীর নাম শাম্মী ও সন্ধ্যা। তারা নবাব সিরাজউদ্দৌলা কলেজের শিক্ষার্থী।
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, উত্তর বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রী নিবাসের দুই ছাত্রী শাম্মী (১৭) ও সন্ধ্যা (১৮) স্টোভে রান্না করছিল। এসময় স্টোভটি লিক হয়ে আগুন ছড়িয়ে পরলে তাদের গাঁয়ে লেগে যায়। তাদের বাঁচাতে এসে আবুল কাশেম নামে এক ব্যক্তি দগ্ধ হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে শাম্মী ও সন্ধ্যাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মাহবুবুর রহমান জানান, শাম্মী ও সন্ধ্যার শরীরের ৬০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য দুজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আবুল কাশেম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ