শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফিলিস্তিন সমস্যার ন্যায্য ও স্থায়ী সমাধান চায় চীন বিশ্বকাপে পাকিস্তানের ১৫ সদস্যের দলে যাদের রাখলেন ওয়াকার দীর্ঘ বিরতি শেষে বলিউডে ফিরছেন প্রীতি জিনতা রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী গরমে পোষা প্রাণীর যত্ন দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি
সিনহা হত্যায় গণশুনানির কার্যক্রম চলছে

সিনহা হত্যায় গণশুনানির কার্যক্রম চলছে

স্বদেশ ডেস্ক:

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত দলের গণশুনানির কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকালে টেকনাফের মেরিন ড্রাইভের পাশে বাহারছড়া শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসির কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়।

এদিকে, গণশুনানির খবর পেয়ে শত শত লোক কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত শুনানিতে ১১ জন সাক্ষী হিসেবে নথিভুক্ত হয়েছে।

গণশুনানিতে উপস্থিত ছিলেন- তদন্ত দলের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো.মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন ও লে. কর্ণেল সাজ্জাদ হোসেন, এডিএম মো. শাহাজান আলী।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন (অব:) সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।

এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরির্দশক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে র‌্যাবকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877