বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

উলিপুরের পাঁচ গ্রামের মানুষ তিস্তার ভাঙন আতঙ্কে !

উলিপুরের পাঁচ গ্রামের মানুষ তিস্তার ভাঙন আতঙ্কে !

স্বদেশ ডেস্ক : তিস্তা নদীর ভাঙন ঠেকাতে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা এলাকায় নির্মাণ করা হয় স্পার। কিন্তু দুই বছর যেতে না যেতেই পানি উন্নয়ন বোর্ডের স্পারটি ভাঙনের কবলে পড়েছে। তিন দিন আগে স্পারটির ৩০ মিটার ধসে পড়ে গেছে। এ অবস্থায় বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ চলছে। ফলে আশপাশের পাঁচ গ্রামের মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। উজানের ঢলে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তাসহ ১৬ নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। ফলে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ভাঙন। এর মধ্যে তিস্তা নদীর ভাঙনে বজরা স্পারের ৩০ মিটার ধসে পড়েছে। প্রায় পাঁচ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে দুই পাশে জিও টেক্সটাইল বিছিয়ে ব্লক পিচিং এবং ডাম্পিংয়ের মাধ্যমে নির্মিত দুই শ মিটার দৈর্ঘ্যরে স্পারটির কাজ শেষ হয়েছে ২০১৭ সালের জুন মাসে। এলাকাবাসীর অভিযোগ, স্পারের কাজ সঠিকভাবে না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন স্পারের পূর্বপাড়ের এবং নদী থেকে বালু তুলে জিও ব্যাগ ভর্তি করে ভাঙন ঠেকানোর চেষ্টা চললেও কাজ চলছে ঢিমেতালে। ফলে চর বজরা, চাঁদনী বজরা, মধ্য বজরা, খামার বজরা ও টারীপাড়া গ্রামের মানুষ ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877