বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

প্রেমে বাঁধা দেওয়ায় স্ত্রীকে আগুনে পোড়ালেন স্বামী

প্রেমে বাঁধা দেওয়ায় স্ত্রীকে আগুনে পোড়ালেন স্বামী

স্বদেশ ডেস্ক:

ভোলার দৌলতখান উপজেলায় প্রেমে বাঁধা ও যৌতুকের টাকা না দেওয়ায় রুজিনা নামে এক গৃহবধূকে আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগী বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম বেপারীর বাড়িতে এ ঘটনাটি ঘটে। আহত রুজিনা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কাঞ্চন (মৃত)।

আজ বুধবার হাসপাতালে রুজিনার সঙ্গে এই প্রতিবেদকের কথা হলে তিনি জানান, ২০১৭ সালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম বেপারীর ছেলে নিজামের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন না যেতেই তাকে যৌতুকের টাকার জন্য বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন নিজাম। মেয়ের সুখের জন্য জামাইকে নগদ ১ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণ দেন রুজিনার মা। এর মধ্যে তাদের একটি সন্তানও হয়।

গত দুই বছর ধরে নিজাম মোবাইলে বিভিন্ন মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একদিন অপরিচিত একটি মেয়ের সঙ্গে ভিডিও কলের কথপোকথন দেখে ফেলেন রুজিনা। স্বামীর অনৈতিক কাজ দেখে তিনি বাঁধা দেন। সঙ্গে সঙ্গে রুজিনাকে মারধর শুরু করেন নিজাম।

সম্প্রতি ৫ হাজার টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে বলেন নিজাম। কিন্তু এনে না দেওয়ায় রুজিনাকে ফের মারধর করতে শুরু করেন নিজাম। এ পর্যায়ে আগুন লাগা লাকড়ি এনে তাকে পেটাতে থাকেন। এতে রুজিনার শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়।

এ ঘটনায় দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নিজাম পলাতক আছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান। তিনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877