স্বদেশ ডেস্ক : সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগে অর্থ লেনদেনের সময় ১১ লাখ টাকাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের মধ্যে একজন চাকরিপ্রার্থী এবং অন্যজন প্রতারক। ২৬ জুন বিকেলে সদর উপজেলার বকচরা এলাকার মৎস্য অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বল্লীর আবুল হোসেনের ছেলে মো আসাদুজ্জামান এবং নারায়নপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন। তাদের মধ্যে দেলোয়ার চাকরি প্রার্থী। সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রিয়াদুল ইসলাম জানান, পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে নারায়নপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেনের সঙ্গে ১১ লাখ টাকা চুক্তি করেন আসাদুজ্জামান। টাকা লেনদেনের খবর পেয়ে শহরের পুলিশ লাইনের পার্শ্ববর্তী মৎস্য অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ১১ লাখ টাকাসহ তাদের হাতে-নাতে আটক করা হয়।