স্বদেশ ডেস্ক: পৃথিবীকে চেনার আগেই ঘুনে ধরা নির্লজ্জ সমাজের নির্মমতার শিকার হলো ছোট্ট একটি শিশু। মাত্র ৯ মাস বয়সে আপন চাচা তাকে ধর্ষণের চেষ্টা করেন। সে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে ঘটেছে এ নির্মম ঘটনা। বিষয়টি জানিয়েছেন শিশুটির মামা। তিনি জানান, তার বোনের শ্বশুরবাড়ির লোকেরা তাদের এক আত্মীয়কে দেখতে নগরের পিপলস হাসপাতালে আসেন। বাড়িতে ছিল শুধু ৯ মাস বয়সী শিশুটি আর তার মা। এছাড়া শহরে না এসে তাদের সঙ্গে থেকে যায় শিশুর চাচা মো মোজাম্মেল (২৫)। বেলা ২টার দিকে চাচার কাছে রেখে মা তার রুমে যান। এরই মধ্যে মোজাম্মেল শিশুকে অন্য রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে শিশুটির গোপনাঙ্গ দিয়ে রক্ত বের হতে দেখে মোজাম্মেল পালিয়ে যায়। শিশুর চিৎকার শুনে তার মা দৌড়ে এসে দেখতে পান রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে।
শিশুর মামা আরও জানান, ঘটনার পরপরই স্বজনরা শহরের পিপলস হাসপাতালে থাকায় শিশুটিকেও সেখানে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক জানান, শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চমেক হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।