শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

নবজাতকের আকিকার মিষ্টি খেয়ে ১০ শিশু হাসপাতালে

নবজাতকের আকিকার মিষ্টি খেয়ে ১০ শিশু হাসপাতালে

স্বদেশ ডেস্ক:

ভোলার লালমোহন সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউসুফ আলীর বাড়িতে নবজাতকের আকিকার মিষ্টি খেয়ে কমপক্ষে ১০ শিশু অসুস্থ হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, উক্ত বাড়ির ফারুক মিয়ার বড় মেয়ে রুবিনা ছয় দিন আগে এক নবজাতকের জন্ম দেয়। বাবা হওয়ার আনন্দে রুবিনার স্বামী সবুজ তার সন্তান জন্ম হওয়ার ষষ্ঠ দিনে নাম রাখা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠান উপলক্ষে সবুজ পাশ্ববর্তী পেশকারহাট থেকে মিষ্টি কিনে এনে বাড়ির সবার মাঝে বিতরণ করেন। ওই মিষ্টি খেয়ে কমপক্ষে ১০ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের লালমোহন হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

অসুস্থ হয়ে পড়া শিশুরা হলো জিয়াউদ্দীনের ছেলে নিশাত (৫), ইকবালের ছেলে ইসমাইল (১), পিং ঝান্টুর মেয়ে জিনিয়া (৫), পিং মিলনের ছেলে নুহা (৫), পিং জান্টুর মেয়ে জিহাদ (১), পিং বিপ্লবের ছেলে ইমন (৪), পিং টিপুর ছেলে নাফিজ (৪), আদন (৪), রাবি (২) সহ কমপক্ষে ২০ জন।

এ বিষয়ে লালমোহন হাসপাতালের আরএমও ডাঃ মহসিন খান জানান, কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পরে বলা যাবে কী হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক লালমোহন হাসপাতালে এসআই মাসুদকে সঙ্গীয় ফোর্সসহ পাঠিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877