রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
পবিত্র কাবা ও আয়া সোফিয়া মসজিদে নকশা করে গর্বিত এই চিত্রশিল্পী

পবিত্র কাবা ও আয়া সোফিয়া মসজিদে নকশা করে গর্বিত এই চিত্রশিল্পী

স্বদেশ ডেস্ক:

তুর্কি ক্যালিগ্রাফার মাহমুদ ওজচাই নিজের কাজ নিয়ে বেশ সন্তুষ্ট। পবিত্র কাবার গিলাফে ও তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদের নামফলকে নকশা করতে পারায় নিজেকে সৌভাগ্যবান চিত্রশিল্পীর মনে করেন তিনি। আর এজন্য নিজেকে নিয়ে তার গর্ব হয়।

তিনি বলেন, ৮৬ বছর পর নতুন জীবন লাভকারী ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদের নেমপ্লেট তৈরি করতে পারায় খুব পুলক অনুভব করছি, তবে আমার চিত্রকর্মের সবচেয়ে বড় ভালোলাগার অনুভূতি হলো, পবিত্র কাবা শরিফের গিলাফ কোরআনের আয়াত খচিত করা।

সম্প্রতি আয়া সোফিয়া পরিদর্শনে এলে একটি সাক্ষাৎকারে মাহমুদ ওজচাই আরো বলেন, পুনরায় আয়া সোফিয়া মসজিদ মুসল্লিদের ইবাদতের জন্য খুলে দেয়ায় বিশ্বব্যাপী মুসলমানরা তুরস্ককে ব্যাপকভাবে স্বাগত জানাচ্ছে।

তিনি জানান, আয়া সোফিয়ার নামফলকে নকশা করার গল্পটি চমকপ্রদ। তুর্কি আদালত আয়া সোফিয়াকে জাদুঘর থেকে ফের মসজিদে রূপান্তরের ঘোষণা দেয়ার পরই আমি একটি ক্যানভাসে আরবিতে “مسجد آيا صوفيا الكبير” ( আয়া সোফিয়া গ্র‍্যান্ড মসজিদ) লিখি এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি। ভাগ্যক্রমে এটি প্রেসিডেন্ট রজব তাইয়িব এরদোগানের দৃষ্টিগোচর হলে তিনিই আমাকে নামফলকের নকশার সুযোগ করে দেন। তার প্রতি কৃতজ্ঞতা।

সূত্র : আনাদুলু এজেন্সি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877