বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীর ৬ কোটি টাকার সম্পদ জব্দ

কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ীর ৬ কোটি টাকার সম্পদ জব্দ

স্বদেশ ডেস্ক: কক্সবাজারের আলোচিত ইয়াবা কারবারি নুরুল হক ভুট্টোর আদালতের নির্দেশে জব্দ করা বিলাসবহুল দুটি বাড়ি এবং প্রায় ছয় কোটি টাকার সম্পদ ফিরিয়ে নিতে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর তালিকায় নাম থাকা এই ব্যক্তি কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এক রিটের শুনানি নিয়ে ২৫ জুন হাইকোর্টের বিচারপতি মো নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। আদালতে নুরুল হক ভুট্টোর পক্ষে আইনজীবী ছিলেন প্রবীর রঞ্জন হালদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টোসহ তার পরিবার মাদকদ্রব্য ইয়াবা পাচারের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ বানান। মানি লন্ডারিং আইনে করা নারায়ণগঞ্জের একটি মামলার তদন্তকালে নুরুল হক ভুট্টোর বিরুদ্ধে ইয়াবা ব্যবসা করে অবৈধ সম্পদের তথ্য পায় আইনশৃংখলা বাহিনী। এরপর তদন্তে নেমে ভুট্টোর মাদক ব্যবসা ও সম্পদের পাহাড়ের তথ্য পায়। সিআইডি পুলিশের অর্গানাইজড ক্রাইমের (ইকোনমিক ক্রাইম স্কোয়াড) সহকারি পুলিশ সুপার মো ইকবাল হোসেন ২০১৭ সালের ২৯ আগস্ট টেকনাফ থানায় নুরুল হক ভুট্টো, তার পিতা, স্ত্রী, ভাইসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের আবেদনে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এক আদেশে ভুট্টোর পরিবারের সম্পদ জব্দ করার নির্দেশ দেন। পরে ওই নির্দেশে পুলিশ মামলায় বর্ণিত সম্পদ জব্দ করে। সেই থেকে এই সম্পদ জব্দাবস্থায় রয়েছে। জব্দ করা দুটি বিলাসবহুল বাড়ি এবং প্রায় ছয় কোটি টাকার সম্পদ ছাড়িয়ে নিতে হাইকোর্টে আবেদন করেন নুরুল হক ভুট্টো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877