স্বদেশ ডেস্ক: ঈদযাত্রায় সড়কে ২০১টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪২ জন। এতে আহত হয়েছেন ৩৩১ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য জানিয়েছে। ঈদের সময়ে ৩৩টি নৌ-দুর্ঘটনায় ৭৪ জন নিহত, ৩৯ জন আহত এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। গত ২৬শে জুলাই থেকে ৭ই আগস্ট পর্যন্ত পত্রিকায় প্রকাশিত রিপোর্টের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। সংগঠনটি বলছে, করোনা মহামারির কারণে ঈদযাত্রায় গণপরিবহন কম থাকলেও প্রাইভেট কার ও ছোট যানবাহনের আধিক্য ছিল। ছোট যানবাহনের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।