সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৪ বছর পর ‘ভুলভুলাইয়া’র ছবিতে অক্ষয় কুমার ‘কিশোর গ্যাং নির্মূলে উচ্চ পর্যায়ের নির্দেশনা পেয়েছে র‌্যাব’ উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব হারানোর পর থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাজশাহীর দুই জেলায় ভূমিকম্প অনুভূত ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড শ্রীমঙ্গল-কমলগঞ্জ, ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ বিছিন্ন তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ১৫০০ কোটি টাকা
এএসআইকে চড় মারলেন ওসি! ভিডিও ভাইরাল

এএসআইকে চড় মারলেন ওসি! ভিডিও ভাইরাল

স্বদেশ ডেস্ক:

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী কারাবন্দী শাহেদুল ইসলাম সিফাতের মুক্তির দাবিতে চলা মানববন্ধনে দায়িত্বরত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) চড় মেরেছেন বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বামনা উপজেলার কলেজ রোডে এ ঘটনা ঘটে। ওসির চড় খাওয়া পুলিশ কর্মকর্তাও বামনা থানায় কর্মরত। এএসআইকে ওসির চড় মারার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এ ঘটনায় অনেকেই ওসি ইলিয়াসের সমালোচনা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল শনিবার দুপুর ১২টায় সিফাতের নিজগ্রাম বরগুনার বামনায় মানববন্ধন কর্মসূচি শুরু করে তার সহপাঠীরা। বামনার কলেজ রোড সড়কে শান্তিপূর্ণভাবে চলা এ মানববন্ধনে হঠাৎই বামনা থানা পুলিশের একটি টিম আসে। তারা মানববন্ধনকারীদের ব্যানার ফেস্টুন ছিনিয়ে নেয়। এ মানববন্ধন কর্মসূচি এরপরও চলছিল।

এ ঘটনার একটু পর ঘটনাস্থলে আসেন বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন। তিনি ঘটনাস্থলে এসেই মানববন্ধনে অংশগ্রহণকারীদের গালমন্দ শুরু করে লাঠিচার্জের নির্দেশ দেন। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা লাঠিচার্জ শুরুর আগেই ওসি ইলিয়াস হোসেন উত্তেজিত হয়ে ওই এএসআইয়ের বাম গালে একটি চড় মারেন। প্রকাশ্যে এক পুলিশ সদস্যের গালে অপর পুলিশ সদস্যের চড় দেওয়ার এ দৃশ্য দেখে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে অতঙ্ক দেখা দেওয়ায় তারা মানববন্ধন বাদ দিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন।

তবে এ ঘটনায় থেমে থাকেনি পুলিশ। এরপরও তারা মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর লঠিচার্জ করে। আর চড় খাওয়া ওই এএসআই’ও ওসি ইলিয়াস হোসেনের নির্দেশনা পালন করে লাঠিচার্জ করেন। এ ছাড়াও ওসি ইলিয়াস হোসেন তার অধনস্ত পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালমন্দ করেন বলেও জানান প্রতক্ষদর্শীরা।

শারীরিকভাবে লাঞ্চনার শিকার ওই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বলেন, ‘আমি মানসিকভাবে খুব হতাশায় ভুগছি। পারিবারিক এবং সামাজিক দিক দিয়ে চরম লাঞ্ছনার শিকার হচ্ছি। তাই এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না।’

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। এ ঘটনার আমরা তদন্ত করব। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877