বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৮৬১ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ আগস্ট, ২০২০

স্বদেশ ডেস্ক:

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৬১ জন কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন করে ৬৪ হাজার ৩৯৯ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তথ্য থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তথ্য অনুযায়ী- করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৫৩ হাজার ১০ জনে দাঁড়িয়েছে। মারা গেছেন মোট ৪৩ হাজার ৩৭৯ জন।

এদিকে রোববার টানা দশমদিনের মতো একদিনে সর্বোচ্চ ৫০ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। করোনা আক্রান্ত মোট ৬ লাখ ২৮ হাজার ৭৪৭ জন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ