স্বদেশ ডেস্ক : হোয়াটসঅ্যাপ তাদের পিকচার-ইন-পিকচার মোডে নতুন ফিচার যোগ করেছে। চ্যাট থেকে বেরিয়ে যাওয়ার পরেও পিকচার-ইন-পিচার মোডে ভিডিও চলতে থাকবে। আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকরা নতুন এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে এখন পরীক্ষামূলকভাবে বেটা ভার্সনে এই ফিচার পাওয়া যাবে। খবর এনডিটিভির
গত বছরের ডিসেম্বরে হোয়াটসঅ্যাপে পিকচার-ইন-পিকচার মোড যোগ হয়েছিল। এখন পর্যন্ত যে চ্যাটে ভিডিও পাঠানো হয়েছে শুধুমাত্র সেই চ্যাটের মধ্যেই ছোট উইন্ডোতে এই ভিডিও চলতো। ইতিমধ্যেই এক চ্যাট থেকে অন্য চ্যাটে গেলেও আইফোনে এই ভিডিও চলতে থাকে। এবার অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের পিকচার-ইন-পিকচার মোডে খুব সহজেই ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রাম লিঙ্ক চ্যাটের মধ্যে ছোট ইউন্ডোতে চালানো যাবে। প্লে-স্টোর থেকে হোয়াটস আ্যাপ বিটা ডাউনলড করে এই ফিচার ব্যবহার করা যাবে।