বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন

উপসর্গ নিয়ে মৃত্যু, ৪ দিন পর জানা গেল করোনা ‌‘পজিটিভ’

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
অপরাধ, অপরাধ বার্তা, নিউজ, News, news, Bangla News,bangla news, banglanews, bdnews, bd news,Patuakhali,পটুয়াখালী

স্বদেশ ডেস্ক:

পটুয়াখালীর গলাচিপায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গোলাম মোস্তফা (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর চারদিন পর জানা গেল তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

গতকাল সোমবার রাতে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩১ জুলাই করোনার উপসর্গ নিয়ে গলাচিপার আমখোলার গোলাম মোস্তফা (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। আইইডিসিআর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এতে জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

নতুন করে ১০ জন আক্রান্ত হয়েছে জানিয়ে সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে সদরে সাতজন, গলাচিপায় দুজন ও কলাপাড়ে একজন আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ জনে।

এ ছাড়া পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭৫ জন। হাসপাতালে আইসোলেশনে আছেন ১৫ জন ও হোম আইসোলেশনে ৩৩২ জন রয়েছেন বলেও জানান ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ