মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

শেষমুহূর্তে ভিড় বেড়েছে লঞ্চ-বাস ও বিমানে

শেষমুহূর্তে ভিড় বেড়েছে লঞ্চ-বাস ও বিমানে

স্বদেশ ডেস্ক:

ঈদুল আজহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে বরিশালে। শেষমুহূর্তে লঞ্চ বোঝাই করে ঢাকা থেকে মানুষ বরিশালে ফিরছে। পাশাপাশি ঢাকা-বরিশাল রুটের বাস ও বিমান টিকিটও সব বুক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরিশাল নদীবন্দরের একটি সূত্র জানায়, ঈদুল আজহায়ও বেশ ভালোভাবে করোনা প্রভাব ফেলেছে। যেখানে লঞ্চে আরও ৭/৮ দিন আগে থেকে ভিড় থাকার কথা সেখানে বুধবার ঢাকা থেকে আসা লঞ্চগুলোতে সবেমাত্র ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে ছেড়ে ৬টি লঞ্চে গড়ে তিন থেকে সাড়ে ৪ হাজার যাত্রী বহন করে বরিশালে আনা হয়। বৃহস্পতিবার ঢাকা থেকে বরিশালে ১০টি লঞ্চ যাত্রীবোঝাই করেই আসে বলে যাত্রীদের কাছ থেকে জানা যায়।

এ দিকে দেশ ট্রাভেলসের ফিরোজ মোস্তফা জানান, ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঢাকা-বরিশাল আকাশপথের সব টিকিট বুকিং রয়েছে। এখন প্রতিদিন ৫টি ফ্লাইট চলাচল করছে এই রুটে। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করছে ফ্লাইটগুলো।

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে প্রচুর যাত্রী বরিশালে আসা শুরু করেছে গত দুইদিন ধরে। টার্মিনালেও যাত্রী চাপ রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করছে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের জন্য লঞ্চ মালিকদের নির্দেশনা দেয়া হয়েছে। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877