মেষ:জীবীকার জন্য জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বৈদেশীক ব্যবসার সাথে জড়িতদের দিনটি ঝামেলাপূর্ণ।
বৃষ:লটারি থেকে কিছু আয় হতে পারে। আজ সকাল থেকে মানসিক দিক খুব একটা ভাল থাকবে না।
মিথুন:বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসবে।
কর্কট:স্ত্রীর সঙ্গে অশান্তির জন্যমানসিক কষ্ট বাড়তে পারে। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন।
সিংহ:লিভারের সমস্যায় ভোগান্তি।আজ সব কাজে কমবেশি সাফল্য পাবেন। মহিলাদের থেকে সাহায্য মিলবে।
কন্যা:বাড়িতে আত্মীয় আসতে পারে। প্রেমে জটিলতার সৃষ্টি হতে পারে।যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে।
তুলা:আজ নিজের কারও জন্য মানসিক পীড়া হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট আসতে পারে।
বৃশ্চিক:বাড়তি খরচের জন্য চিন্তা থাকবে। অফিসে কিছু বাড়তি আয় হতে পারে।সকালের দিকে রাস্তাঘাটে কোনও অচেনা লোকের সঙ্গে বিবাদের আশঙ্কা।
ধনু:সামাজিক সুনাম আসতে পারে। বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে। বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে।পাওনা আদায়ে অশান্তি বাড়বে।
মকর:বাড়িতে নতুন অতিথি আসতে পারে। স্ত্রীর উৎসাহে ব্যবসায় নতুন উন্নতির আশা রাখতে পারেন।
কুম্ভ:পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা।
মীন:প্রেমের প্রতি ঘৃণা আসতে পারে। শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে।