স্বদেশ ডেস্ক:
অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে লাশ হলেন স্বামী। রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ি পেট্রোল পাম্পের কাছে মহাসড়কে ট্রাক চাপায় নিহত হন মিঠাপুকুর দলিল লেখক সমিতির সদস্য লাবলু মিয়া। এ ঘটনায় তার সাথে থাকা ভাতিজিরও মারা গেছেন।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস জানান, মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন স্ত্রীকে মোটরসাইকেল যোগে দেখতে যান লাবলু মিয়া। সাথে ছিল তার ছেলে বাবু ও ভাতিজি জুই। পথিমধ্যে মহাসড়কে উঠার সময় শঠিবাড়ি পেট্রোল পাম্প এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভাতিজি জুই মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় লাবলুমিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। বেঁচে যায় তার ছেলে। এ ঘটনায় ওই এলাকায শোকের ছায়া নেমে এসেছে।
হতাহতদের বাড়ি উপজেলার বড় হযরতপুর দুবলাচারি গ্রামে বলে জানান তিনি।