শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি ৬০ লাখ

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি ৬০ লাখ

স্বদেশ ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা রোববার ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এসব আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে। গ্রীনিচ মান সময় ০৫১০ টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে তৈরী করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৬০ লাখ ৫০ হাজার ২২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ৪৫ হাজার ১৮৪ জনে দাঁড়িয়েছে।

কোভিড-১৯-এ বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪১ লাখ ৭৮ হাজার ২১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪৬ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। ইউরোপে করোনাভাইরাসে মোট ৩০ লাখ ৫২ হাজার ১০৮ জন আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ৭ হাজার ৭৩৪ জন প্রাণ হারিয়েছে।

এ মহামারি দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ১ জুলাই থেকে ৫০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877