রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী

ক্ষমতাচ্যুত হলেন সোমালিয়ার প্রধানমন্ত্রী

স্বদেশ ডেস্ক:

অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হলেন পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের। গতকাল শনিবার দেশটির সংসদে হওয়া এ অনাস্থা ভোটে ১৭৮ জন সংসদ সদস্যের মধ্যে ১৭০ জনই হাসান আলী খায়েরের প্রতি অনাস্থা জানান। এরপর তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফার্মাজিও।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ২০১৭ সাল থেকে সোমালিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হাসান আলী খায়ের। তার বিরুদ্ধে পূর্ণ গণতান্ত্রিক নির্বাচনের পথ প্রশস্ত করতে ব্যর্থতার অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা। ১৯৬৯ সালের পর প্রথমবারের মতো আগামী বছর গণতান্ত্রিক নির্বাচনের পরিকল্পনা করছে সোমালিয়ার সরকার।

সোমালিয়ার স্পিকার মোহাম্মদ মুরসাল জানিয়েছেন, ২০২১ সালে ‘একজনে এক ভোট’ পদ্ধতিতে নির্বাচনের পথ সুগম করতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী হাসান আলী খায়েরের বিরুদ্ধে অনাস্থা ভোট দিয়েছেন সাংসদরা। শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সোমালিয়ান প্রেসিডেন্ট।

সোমালিয়ায় কেন্দ্রীয় সরকার থাকলেও দেশটির শুধুমাত্র একটি অংশ নিয়ন্ত্রণ করছে। সোমালিয়ায় সাম্প্রতিক সময়ে আল-কায়েদা সমর্থিত সশস্ত্র গোষ্ঠী আল শাবাবের প্রভাব বেড়েই চলেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877