শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

উনের দেশে করোনার হানা, শহর লকডাউন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাস আঘাত হেনেছে কিম জং-উনের উত্তর কোরিয়োতেও। দেশটির প্রথম করোনা রোগী সন্দেহ হওয়া সীমান্তবর্তী শহর ক্যাসংকে লকডাউন করা হয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে বলা হয়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ‘সর্বোচ্চ জরুরি ব্যবস্থা’ কার্যকর করতে এবং উচ্চ মাত্রার সতর্কতা জারি করতে গতকাল শনিবার একটি জরুরি পলিটব্যুরো সভা ডেকেছিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ার যে ব্যক্তি করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে তিনি তিন বছর আগে দক্ষিণ কোরিয়ায় চলে গিয়েছিলেন। তিনি গত ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছেন। তাকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া সীমান্ত ঘেঁষা উত্তর কোরিয়ার সীমান্তবর্তী শহর ক্যাসং সিটিতে ওই ব্যক্তিকে পাওয়া যায়। তাকে কঠোর কোয়ারেন্টিনের আওতায় রাখা হয়েছে। যারা ওই ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন, তাদেরকেও একইভাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর পুরো ক্যাসং সিটিকে লকডাউন করার ব্যবস্থা নিয়েছে কিম জং-উন প্রশাসন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ