মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

বাউফলে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০

স্বদেশ ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় করোনা উপসর্গ নিয়ে সেকান্দার আলী (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

মৃত সেকান্দার আলী চন্দ্রদ্বীপ ইউনিয়নের দিয়ারা কচুয়া গ্রামের কাসেম আলীর ছেলে।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আকতারুজ্জামান জানান, শনিবার সকাল ৯টার দিকে স্বজনরা সেকান্দার আলীকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট ও জ্বর ছিল।

পরে চিকিৎসাধীন থেকে সোয়া ৯টার দিকে তিনি মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ পর্যন্ত বাউফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১৮ জন। এ পর্যন্ত করোনায় আট এবং উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ