মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

রংপুরে ভুয়া ডাক্তার, হাসপাতাল সিলগালা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০

স্বদেশ ডেস্ক:

রংপুর নগরীর ধাপ এলাকায় সেবা হাসপাতালে অভিযান চালিয়েছেন রংপুর র‌্যাব-১৩ এর সদস্যরা। এ সময় হাসপাতালের মালিক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে অবৈধ কাগজপত্রসহ আটক করা হয়। সিলগালা করা হয়েছে হাসপাতালটি।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে র‌্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালান। এ সময় রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযোগে বলা হয়েছে, সেবা হাসপাতালের মালিক রফিকুল ইসলাম চিকিৎসক না হয়েও নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। হাসপাতালে রোগীদের হয়রানি, বেশি করে বিল আদায় করাসহ নানাভাবে প্রতারণা করে আসছিল।

অভিযানে আটক ভুয়া চিকিৎসক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিনা জাহান। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতালটি সিলগালা করা হয়। এ ব্যাপারে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার হাফিজুর রহমান জানান, সেবা হাসপাতালটির মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক দাবি করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ