বুধবার, ২৮ মে ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

বাংলাদেশের ১৩ লাখ শিশু বন্যায় ঝুঁকিতে : ইউনিসেফ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

স্বদেশ ডেস্ক:

ইউনিসেফ জানিয়েছে যে বাংলাদেশের ২৪ লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং এর মধ্যে ১৩ লাখ শিশু রয়েছে।

জাতিসঙ্ঘের সংস্থাটি বৃহস্পতিবার জানায়, ৫ লাখের বেশি পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে।

বাংলাদেশে বন্যা এমন সময়ে এসেছে যখন দেশটি ঘূর্ণিঝড় আম্পানের ক্ষতি কাটিয়ে উঠতে যাচ্ছে এবং এরই মধ্যে সম্প্রসারিত জরুরি স্বাস্থ্য ব্যবস্থা করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে।

ইউনিসেফ বলেছে যে তারা সরকারি অংশীদার ও এনজিওগুলোর সাথে বন্যা পরিস্থিতিতে শিশু ও অভাবী জনগোষ্ঠীকে জরুরিভাবে প্রয়োজনীয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসুরক্ষা সরবরাহের কাজ করছে।

ইউনিসেফ দেশজুড়ে প্রার্দুভাব নিয়ে ‘সক্রিয়ভাবে নিয়োজিত’ রয়েছে।

ইউনিসেফ জানায়, বাংলাদেশ, ভারত ও নেপালে ভারী বর্ষণ, ব্যাপক বন্যা এবং মারাত্মক ভূমিধস লাখ লাখ শিশু ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ