স্বদেশ ডেস্ক:
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘তিনি আর এই পদে থাকছেন না, এটি নিশ্চিত। আজকের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।’
স্বাস্থ্যের এ পরিচালক লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালকে করোনাভাইরাস চিকিৎসার অনুমোদন দিয়েছিলেন। এ ছাড়া ডা. আমিনুল হাসানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে।
করোনাভাইরাসের শনাক্ত সম্পর্কে ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতাল বন্ধ করে দেওয়ার পর থেকেই মন্ত্রণালয় ও অধিদপ্তরের পরস্পরকে দোষারোপের মধ্যেই পদত্যাগ করেন আবুল কালাম আজাদ। এবার রিজেন্ট কেলেঙ্কারীর জন্য অব্যাহতি দেওয়া হলো স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. আমিনুল হাসানকে।