শনিবার, ১২ জুলাই ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই : ট্রাম্প

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

স্বদেশ ডেস্ক:

নিজের চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাস্ক পরার সাফাই গেয়ে এক টুইটার পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গতকাল সোমবার দেওয়া ওই পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘অদৃশ্য এই চীনা ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেকে মানুষ বলেন যে, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটাই স্বদেশপ্রেম। আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট!’

এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন, সেটি তোলা চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। সেদিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখে এসেছিলেন তিনি।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই নিজের হটকারি মনোভাব পরিবর্তন করছেন ট্রাম্প। এতদিন মাস্ক পরার প্রতি তেমন কোনো মনোভাব না দেখালেও নির্বাচন ঘনিয়ে আসার সময় হওয়ায় স্বদেশপ্রেম দেখাচ্ছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ