বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

ওয়াশিংটনে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৮

ওয়াশিংটনে সন্ত্রাসী হামলায় নিহত ১, আহত ৮

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রোববার সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে একজন নিহত এবং অপর আটজন আহত হয়েছে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়া’র।

স্থানীয় পুলিশ জানায়, সন্ত্রাসী হামলা ও গুলিতে আহত মোট আটজন পুরুষ ও এক নারীকে হাসপাতালে পাঠানো হয়। ওই আহতদের মধ্যে একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়েছে, দুজনের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের প্রাণহানীর আশঙ্কা নেই।

ওয়াশিংটন ডিসি পুলিশ চিফ পিটার নিউশাম এক প্রেস ব্রিফিং-এ বলেন, জেলার উত্তর-পূর্বাঞ্চলের ১৪ নম্বর স্ট্রিট এন্ড স্প্রিং রোডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘লম্বা বন্দুকসহ দু’জন এবং একটি পিস্তলসহ অপরজন মিলে মোট তিন ব্যক্তি এক দল লোকের ওপর গুলি চালায়। এটি একটি টার্গেট হামলা বলে মনে করা হচ্ছে।’

ডিসি পুলিশ বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, এই ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। বন্দুক হামলাকারীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের তথ্যানুসারে, গত ১ জুলাই থেকে ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন সহিংস ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877