শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

করোনায় একদিনে আরও ৫০ জনের মৃত্যু

করোনায় একদিনে আরও ৫০ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৯২৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৯১৪ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩২৯টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৩৬২টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৬৬১টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯২৮ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৫০ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২ হাজার ৬৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ ২ হাজার ১০৪ জন এবং নারী ৫৬৪ জন।’

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ‘০ থেকে ১০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ১১ জন, ৫১ থেকে ৬০ বছর ৯ জন, ৬১ থেকে ৭০ বছর ২০ জন, ৭১ থেকে ৮০ বছর ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন এবং ৯০ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।’

বিভাগভিত্তিক বিশ্লেষণ করে তিনি বলেন, ‘ঢাকা বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে ৫ জন, সিলেট বিভাগে ৩ জন, চট্টগ্রাম ৭ জন, বরিশাল ও রংপুর বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ৪২ জন এবং বাসায় ৮ জন মৃত্যুবরণ করেছেন।’

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877