রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন

সাবেক এমপি মো. আশরাফ আর নেই

সাবেক এমপি মো. আশরাফ আর নেই

স্বদেশ ডেস্ক:

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাবেক হুইপ মো. আশরাফ হোসেন (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন ধরে ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন সাবেক এই এমপি। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, ২৫ দিন আগে মো. আশরাফকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ক্যানসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তার হার্টের সমস্যা বেশি হচ্ছিল। শুক্রবার রাতে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে তিনি মারা যান।

আজ শনিবার বাদ জোহর রাজধানীর নিকুঞ্জ-২ জামে মসজিদে আশরাফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।

আশরাফ হোসেন বিএনপির মনোনয়ন নিয়ে খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি যুগ্ম মহাসচিবও ছিলেন। এ ছাড়া শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকায় ছিলেন খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতিও ছিলেন তিনি।

১/১১-র সময়  সংস্কারপন্থী গ্রুপে যোগ দেওয়ার অভিযোগ ওঠে আশরাফের বিরুদ্ধে। এরপর থেকে বিএনপির সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না তার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877