শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

আমরা বার্সা, আমাদের সবকিছুই জিততে হবে : মেসি

আমরা বার্সা, আমাদের সবকিছুই জিততে হবে : মেসি

স্বদেশ ডেস্ক:

একে তো শিরোপা হাতছাড়া অন্যদিকে ঘরের মাঠে ১০ জনের ওসাসুনার কাছে হার; এরপরেই নিজেকে আর ধরে রাখতে পারেননি বার্সেলোনার সেনসেশন লিওনেল মেসি। দল নিয়ে উগরে দিলেন ক্ষোভ; জানিয়ে দিলেন এভাবে চললে বার্সার বিপর্যয় আসন্ন। মেসির মতে, বার্সার জিততে হবে সবকিছুই।

বার্সেলোনার হারের রাতেই ভিয়ারিয়েলকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাংকোসদের এটি ৩৪তম শিরোপা। অন্যদিকে দলের পারফরম্যান্স নিয়ে এতটাই হতাশ মেসি যে, চ্যাম্পিয়ন্স লিগেও তিনি বার্সার কোনো আশা দেখছেন না। গতকাল ম্যাচ শেষে মেসি বলেন, ‘আমরা বার্সা। আমাদের জিততে হবে সবকিছুই। মাদ্রিদের দিকে তাকালে চলবে না। ওরা নিজেদের কাজটা করেছে, কিন্তু আমরা ওদের অনেক সাহায্যও করেছি।’

মেসি হতাশা  প্রকাশ করে বলেন, ‘দলের হাবভাব হলো যেন চেষ্টা করেও জেতা যায়নি। তবে অনেক ক্ষেত্রে আমরা নিজেদের সেরাটা দিতে পারিনি। আর প্রথমার্ধে ওরা (ওসাসুনা) আমাদের চেয়ে ভালো খেলেছে।’

এভাবে যদি খেলতে থাকে বার্সা তাহলে নাপোলির মতো দলের বিপক্ষেও হারতে হবে বলে মন্তব্য করেন আর্জেন্টাইন সুপারস্টার। তিনি বলেন, ‘এবার সামনে চ্যাম্পিয়ন্স লিগ। যা জিততে হলে আমাদের অনেক বদলাতে হবে। যদি এভাবেই খেলতে থাকি, তবে নাপোলির বিরুদ্ধেও হারতে হবে।’

নিজেদের খেলা নিয়ে মেসি বলেন, ‘এভাবে মওসুম শেষ করতে চাইনি আমরা। তবে আমরা আগাগোড়া এমনই আগোছালো খেলেছি। খুব দুর্বল দেখিয়েছে আমাদের। অনেক পয়েন্ট নষ্ট করেছি আমরা। এই হারে সেগুলোই প্রতিফলিত। আমাদের নিজেদেরকেই সমালোচনার দৃষ্টিতে দেখতে হবে।’

লা লিগার শেষ ছয় ম্যাচের মধ্যে এই নিয়ে তৃতীয়বার বিপক্ষকে হারাতে পারল না বার্সেলোনা। গতকাল রাতে ম্যাচের ১৫ মিনিটেই পিছিয়ে গিয়েছিলেন মেসিরা। ওসাসুনার হয়ে হোসে আমাজ গোল করেছিলেন। ৬২ মিনিটে সমতা ফিরিয়েছিলেন মেসি।

ম্যাচের যখন ১৩ মিনিট বাকি তখন ওসাসুনার এরিক গালেগো লাল কার্ড দেখে। দশ জনে হয়ে পড়ে ওসাসুনা। কিন্তু তারপরও গোল করতে পারেনি বার্সা। বরং, ইনজুরি টাইমে রবার্তো তোরেসের গোলে জয় ছিনিয়ে নেয় ওসাসুনা। লা লিগায় আর একটা ম্যাচ বাকি রয়েছে বার্সার। যা জিতলে সর্বাধিক ৮২ পয়েন্টে পৌঁছাতে পারবে মেসির দল।

অন্যদিকে, জিনেদিন জিদানের কোচিংয়ে রিয়াল মাদ্রিদ পৌঁছাতে পারে ৮৯ পয়েন্টে। রিয়ালের এখন পয়েন্ট ৮৬। আর বার্সা এখন দাঁড়িয়ে ৭৯ পয়েন্টে। ফলে, রিয়াল জিতেই গিয়েছে লা লিগা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877