স্বদেশ ডেস্ক: ইরানের নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ ওয়াশিংটনের সাথে কূটনৈতিক সমাধানের পথ ‘একেবারে রুদ্ধ’ করে দিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভী টুইটার বার্তায় বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা (আয়াতুল্লাহ আলি খামেনি) এবং ইরানের শীর্ষ কূটনীতিকের (পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষ্ফল অবরোধ আরোপ ট্রাম্পের বেপরোয়া সরকারের সাথে কূটনৈতিক সমাধানের পথ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে।’
যুক্তরাষ্ট্র সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং সামরিক বাহিনীর প্রধানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তেহরানের ওপর চাপ জোরদারে দেশটি ইরানের ওপর নতুন এই অবরোধ আরোপ করল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে বলেছে, তেহরান যুদ্ধ করতে চাইলে তাদেরকে ‘গুঁড়িয়ে’ দেয়া হবে।