শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দীর্ঘ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল গাজায় জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আরব লিগের ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়
শীতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে করোনা

শীতে আরও ভয়ংকর হয়ে উঠতে পারে করোনা

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাস শীত মৌসুমে আরও ভয়ংকর রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। পরিস্থিতি কতটা খারাপ হতে পারে সে বিষয়ে ইতিমধ্যেই ধারণা তৈরিতে ব্রিটেনের প্রেক্ষাপটে একটি মডেল দাঁড় করানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

এতে বিজ্ঞানীরা বলছেন, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরিস্থিতি আরও খারাপ রূপ ধারণ করতে পারে। শীত মৌসুমে ব্রিটেনে করোনায় আরও ১ লাখ ২০ হাজার মানুষ মৃত্যুবরণ করতে পারে। তবে এ মডেল তৈরিতে সম্ভাব্য লকডাউন, ভ্যাকসিন কিংবা চিকিৎসাকে বিবেচনায় নেওয়া হয়নি।

বিজ্ঞানীরা আরও বলছেন, করোনা পরিস্থিতির ঝুঁকি কমিয়ে আনা যেতে পারে যদি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়।

নতুন এই গবেষণায় বলা হয়েছে, শীতে করোনা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে। শীতে যখন মানুষ ঘরেই বেশি সময় কাটায় তখন আরও বেশি পরিমাণে ছড়িয়ে পড়তে পারে।

জানা গেছে, এ পর্যন্ত ব্রিটেনে করোনাভাইরাসে ৪৪ হাজার ৮৩০ জনের মৃত্যু হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877