রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩২ লাখ ছাড়ালো

স্বদেশ ডেস্ক:

মহামারী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত এ সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৪২৭ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬০১ জনের।

এ পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৭৭ লাখ ৭ হাজার ৬০১ জন। ওয়ার্ল্ডোমিটার সূত্র এ সংখ্যা জানা গেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৪ লাখ ৭৯ হাজার ৪৮৩ জন আর মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জন। দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। সেখানে এ পর্যন্ত মোট আক্রান্ত ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন এবং মারা গেছেন ৭২ হাজার ৯২১ জন।

এছাড়া আক্রান্তে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত মোট আক্রান্ত ৯ লাখ ৭ হাজার ৬৪৫ জন। আর মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য। সেখানে মারা গেছে ৪৪ হাজার ৮৩০ জন।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877