স্বদেশ ডেস্ক;
ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অপর আরেকটি ট্রাককে ধাক্কা দিলে মনির হোসেন (২২) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোররাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেনের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ভালুকা উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি চালবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মনির হোসেন মারা যান।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আল মামুনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর নিহতের লাশ উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের (এসআই) মো: হাদিউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বালুবোঝাই একটি ট্রাক ভালুকা ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরেকটি চালবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। এতে বালুবোঝাই ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই মারা যান।