স্বদেশ ডেস্ক:
চলতি বছর হজে মক্কার তিনটি পবিত্র স্থান বিশেষ করে মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস পরিস্থিতির জন্য মক্কার এ তিন পবিত্র স্থানে প্রবেশে লাগাম টানা হলো।
শুধু নিষেধাজ্ঞাতেই শেষ নয়, অনুমতি ব্যাতীত এই তিন স্থানে প্রবেশ করলে বাংলাদেশি মুদ্রায় সোয়া ২ লাখ টাকার (১০ হাজার সৌদি রিয়াল) মতো জরিমানা গুণতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, আগামী ১৮ জুলাই থেকে জিলহজের ১২ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে বিশেষ অনুমতি নিয়ে যাওয়ার সুযোগ থাকছে।
হজের মৌসুমে সব দেশের নাগরিককে এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।