স্বদেশ ডেস্ক: জয়পুরহাটে সপ্তম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে আলাল-উজ-জামান নামে এক সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি আক্কেলপুরের চিয়ারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার এ কথা জানান। গ্রেফতার আলাল-উজ-জামান ওই গ্রামের আব্দুল মোন্নার ছেলে এবং আক্কেলপুর কাশিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আক্কেলপুর থানার ওসি কিরণ কুমার জানান, ওই শিক্ষক সপ্তম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে নানাভাবে যৌন নিপিড়ন করে আসছিলেন। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরও ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে যৌন নিপিড়নের মামলা করেছেন।