স্বদেশ ডেস্ক: ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা উপজেলার এলাকা-৭ এর পরিচালক নুরুজ্জামান বিদ্যুৎ সংযোগ দেয়ার কথা বলে এলাকাবাসীর কাছ থেকে এক লাখ ৩৮ হাজার ১০০ টাকা ঘুষ নেন। টাকা নেয়ার কয়েক বছর পার হলেও বিদ্যুৎ সংযোগ আর দেননি । পরে এলাকাবাসীর চাপে সেই টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামে পৃথক দুটি স্থানে আনুষ্ঠানিকভাবে ঘুষের টাকা ফেরত দেয়া হয়। গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে তাদের টাকা বুঝে নেন। এ সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, সমিতি বোর্ডের সভাপতি হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী মোতাহার হোসেন, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো রেজাউল করিম রাজিব উপস্থিত ছিলেন।
টাকা বুঝে পাওয়া গ্রাহক আকামদ্দিন মন্ডল জানান, চার বছর আগে আমাদের গ্রামে বিদ্যুৎ দেয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয় নুরুজ্জামান। সে সময় আমিও ৫ হাজার টাকা দিয়েছিলাম। চার বছর পর এখন শুনলাম তিনি গ্রামের মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিয়েছিল। তবে এখন ধরা খেয়ে আমাদের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে। আমি আমার টাকা বুঝে পেয়েছি। জোসনা সরকার নামের এক বিধবা বৃদ্ধা জানান, আমার বাড়িতে বিদ্যুৎ দেয়ার নামে ৪ হাজার টাকা নিয়েছিল। আজ আমি সেই চার হাজার টাকা ফেতর পেয়েছি। সঙ্গে বিদ্যুতও পেয়েছি।