বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

সবার আগে অনুশীলন শুরু মুশফিকের

সবার আগে অনুশীলন শুরু মুশফিকের

স্পোর্টস ডেস্ক: মুশফিক আর ক’দিন ব্যাটিং করতে না পারলে মরেই যাবে- এপ্রিলের শুরুতে ইনস্টাগ্রাম লাইভে এমন মন্তব্য করেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশ ওপেনারের এমন কথা বলার যথেষ্ট কারণও আছে। জাতীয় দলের কোন খেলোয়াড় সবচেয়ে বেশি সময় নেটে কাটান, সবচেয়ে বেশি পরিশ্রম করেন, নিঃসন্দেহে এ তালিকায় সবার ওপরেই থাকবেন মুশফিকুর রহীম। তিনি ঐচ্ছিক অনুশীলনও বাদ দেন না, ঘন্টার পর ঘণ্টা নেটে ব্যাটিং করেন, সেই মুশফিক করোনার কারণে ব্যাট হাতে নিতে পারেননি প্রায় চার মাস। অবশেষে ব্যাট হাতে অনুশীলন শুরু করতে পারলেন তিনি।

জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুশীলন শুরুর অনুমতি চেয়েও পাননি। তবে বসে থাকেননি মুশফিকও। আজ বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে অনুশীলন করেছেন তিনি। ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে অনুশীলনের একটি ভিডিও পোস্ট করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

যেখানে দেখা যাচ্ছে রানিং করা ছাড়াও ব্যাটিং, রোলিং এবং প্ল্যাঙ্ক করছেন এই পরিশ্রমী ক্রিকেটার।

বাড্ডার এই মাঠে মুশফিক ছাড়াও অনুশীলন করার কথা রয়েছে ঢাকায় অবস্থানরত আরো কয়েকজন ক্রিকেটারের।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877