স্বদেশ ডেস্ক:
প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে। এবার বায়ানুর নামক আরেকটি শহরে বিউবোনিক প্লেগ দেখা দেওয়ায় তৃতীয় মাত্রার সতর্কতা জারি করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত শনিবার বায়ানুর শহরে বিউবোনিক প্লেগের একজন রোগী পেয়েছে চীন কর্তৃপক্ষ। বর্তমানে ওই রোগী কোয়ারেন্টিনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঠিক কেন ও কীভাবে তিনি সংক্রমিত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়।
জানা গেছে, এই প্লেগটি ব্যাক্টেরিয়ার সংক্রমণের মাধ্যমে ছড়ায়। এটি প্রাণঘাতী হতে পারে। গত বছরের মে মাসে মঙ্গোলিয়ায় এই প্লেগে দুজন মারা যান। এর আগে এ রোগটি মাদাগাস্কারে ছড়িয়ে পড়ে। ২০১৭ সালে ৩০০ এর মতো রোগী পাওয়া যায় মাদাগাস্কারে।
কেউ যদি বিউবোনিক প্লেগে আক্রান্ত হন তবে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সেরে উঠতে পারেন।