স্বদেশ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে বিশ্বে যেসব দেশে রোগীর সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে ভারত অন্যতম। রাশিয়াকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে দেশটি।
রোববার সন্ধ্যায় ভারতের কয়েকটি রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ৯০ হাজার। এই রোগে এখন পর্যন্ত প্রাণ গেছে ১৯ হাজার ২০০ জনের। অন্যদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন।
পৃথিবী জুড়ে করোনা সংক্রমণের দিক দিয়ে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে ব্রাজিল। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩৯ হাজারেরও বেশি। অন্যদিকে ব্রাজিলে এ সংখ্যা ১৫ লাখ ৭৭ হাজারের বেশি। আমেরিকায় এই ভয়ঙ্কর সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ গেছে এক লাখ ২৯ হাজার ৬০০-র বেশি লোকের। অন্যদিকে ব্রাজিলে মারা গেছে ৬৪ হাজারের বেশি মানুষ।
এ নিয়ে টানা নবম দিন ভারতের দৈনিক করোনাভাইরাস সংক্রমণ ১৮ হাজারের বেশি হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ার বিষয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ডা: রণদীপ গুলেরিয়া বলেছেন, ভারতে কোভিড-১৯ এর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
শনিবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ২ লাখ ১২ হাজার ২৩৬ টি নতুন সংক্রমণের কথা জানিয়েছে। সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতেই।
সূত্র : এনডিটিভি